রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার স্বাক্ষরিত চুক্তির কপি প্রকাশ

|

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সাথে স্বাক্ষরিত চুক্তির কপি প্রকাশ করা হয়েছে। চুক্তিতে বাংলাদেশের স্বার্থরক্ষা হয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বাংলাদেশ-মিয়ানমার চুক্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২ মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এরপর আরও কিছু চুক্তি করতে হবে বলেও জানিয়েছেন তিনি। তবে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরার প্রক্রিয়া কবে নাগাদ শেষ হবে সে বিষয়টি চুক্তিতে স্পষ্ট নয় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply