জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

|

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৬ দশমিক ৮। দেশটির হোনসু দ্বীপ থেকে ৫৩ মাইলে দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর দেশটিতে জরুরি সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যম সূত্র জানায়, সমুদ্র উপকূলে স্বাভাবিকের চেয়ে বেশি গতির ঢেউ আছড়ে পড়ছে। এমনটা দেখা যাওয়ার পর দেশটির ইয়ামগাতা, নিগাতা, ইশিকাওয়া নামক অঞ্চলগুলোতে জরুরি সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া-সংক্রান্ত সংস্থা ওসব অঞ্চলের সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলীয় দ্বীপেগুলোতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply