এবার প্রাণের প্রিমিয়াম গাওয়া ঘি’সহ নিম্নমানের ২১ পণ্যের বিরুদ্ধে মামলা

|

প্রাণ প্রিমিয়াম গাওয়া ঘি’সহ নিম্নমানের ২১ পণ্যের বিরুদ্ধে মামলা হয়েছে বিশুদ্ধ খাদ্য আদালতে। মামলাটি করেছেন নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান।

এই তালিকায় প্রাণসহ ৩টি কোম্পানির দু’টি করে পণ্য রয়েছে। বাদি কামরুল হাসান জানান, এই ২১টি পণ্য বিএসটিআই-এর পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। মানসম্মত না হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান এগুলোর বিরুদ্ধে মামলা করার লিখিত আদেশ দেন। তারই ধারাবাহিকতায় আজ মামলাটি করা হয়। এরআগে, গত ১১ জুন নিম্নমানের খাদ্যপণ্য বাজারে ছাড়ায় থ্রি স্টার হলুদের গুড়া ও খুসবু ব্র্যান্ডের ঘি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে মান নিয়ন্ত্রক সংস্থা-বিএসটিআই। কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে প্রাণ ডেইরিসহ আরও ১১ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত রাখা হয়। সব মিলিয়ে ২২টি পণ্য ৭২ ঘন্টার মধ্যে বাজার থেকে সরিয়ে নিতে নির্দেশনা দিয়েছিলো বিএসটিআই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply