খামেনি ‘মধ্যপ্রাচ্যের নতুন হিটলার’: সৌদি যুবরাজ সালমান

|

 

ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘মধ্যপ্রাচ্যের নতুন হিটলার’। এমন মন্তব্য করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুক্রবার নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।  তিনি বলেন, ইউরোপে যা ঘটেছে তার পূনরাবৃত্তি মধ্যপ্রাচ্যে ঘটতে দেয়া যাবে না।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হিটলার বলার জবাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অপরিপক্ক আখ্যা দিল তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক স্বৈরশাসকদের পরিনতি দেখে সচেতন হওয়া প্রয়োজন সৌদি যুবরাজের। সবোর্চ্চ নেতাকে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা জানান তিনি।

বিশ্লেষকরা বলছেন, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সৌদি ও ইরানের তিক্ততা ও উত্তেজনার মধ্যেই এমন মন্তব্য পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply