বগুড়া-৬ আসনে উপ নির্বাচনে ইভিএম ব্যবহার পরিকল্পিত: রিজভী

|

বগুড়া ৬ আসনে উপ নির্বাচনের সবকটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এ প্রতিবাদ জানান।

এসময় তিনি আরো বলেন, বগুড়াতে ধানের শীষের সমর্থন বেশি হওয়ায় সরকার ও কমিশন পরিকল্পিতভাবে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।

রিজভী বলেন, মধ্যরাতের নির্বাচনের পরেও সরকারের ভেতর থেকে শঙ্কা দুরীভূত হচ্ছে না। সুষ্ঠু ও সর্বজনমান্য নির্বাচনকে পাথরচাপা দেয়ার পরেও তারা নিজেদেরকে নিরাপদ মনে করছে না। তাই ডিজিটাল বাংলাদেশের নামে ডিজিটাল দুর্বৃত্তপনার কোন শেষ নেই। বিশ্বব্যাপী পরিত্যক্ত ইভিএম পদ্ধতিকে নিয়ে মহাপরিকল্পনার অংশ হিসেবে সরকার এটি নিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়েছে। তার প্রমাণ বগুড়ায় আসন্ন নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত। ভোটাররা এই ইভিএম প্রক্রিয়ার জটিলতায় বেশী ভোট দিতে সক্ষম হয় না।

এসময় দলের নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে আটকের নিন্দা জানিয়ে, দ্রুত তার মুক্তি দাবি করেন রিজভী আহমেদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply