৩ ম্যাচের জন্য মাঠের বাইরে ভুবনেশ্বর

|

এবার হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে গেলেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। গতকাল পাকিস্তানের বিপক্ষে চলা ম্যাচে তিনি এ ছোট পান। এর আগে, ওপেনার শিখর ধাওয়ান চোট নিয়ে দেশে ফিরে গেছেন। এদিকে চোটের কারণে ভুবনেশ্বর আগামী ২/৩ ম্যাচ খেলতে পারবেন না বলে জানা গেছে।

ওল্ড ট্র্যাফোর্ডে চলা ম্যাচে পঞ্চম ওভারের মাথায় বল করার সময় ক্রিজে পা পিছলে যায় ভুবনেশ্বরের। হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন তিনি। পরে ম্যাচে আর বল করেননি তিনি। পরে মাঠ ছেড়ে যান।

এ বিষয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘ভুবনেশ্বরের হালকা চোট লেগেছে। বল করার সময় ফুটমার্কে পিছলে যায় সে। পরের দু’টি, সম্ভবত তিনটি ম্যাচে খেলতে পারবেনা ভুবেনশ্বর। তবে টুর্নামেন্টের পরবর্তী সময়ে নিশ্চিত তাকে আমরা মাঠে পাবো। ভুবনেশ্বর দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য।’ ইনজুরির কারণে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারবেন না। এবং ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচও অনিশ্চিত ভুবনেশ্বর কুমারের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply