বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচে লুকোচুরি খেলবে বৃষ্টি

|

জয়ের প্রত্যাশায় সোমবার টনটনে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচের আগেও আলোচনায় বৃষ্টি। ইতিমধ্যে বিশ্বকাপের চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। স্বাভাবিকভাবেই এদিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এ ম্যাচে লুকোচুরি খেলবে বৃষ্টি।

বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচের ফলে প্রভাব ফেলবে ইংলিশ কন্ডিশন। মাঝেমধ্যে হানা দিতে পারে বেরসিক বৃষ্টি। আবার তা আড়াল হয়ে দেখা মেলবে সূর্যের আলোর। তবে খেলা পণ্ড হওয়ার সম্ভাবনা নেই।

১৭ জুন টনটনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ম্যাচের প্রথম কয়েক ঘণ্টায় (সকাল) ১০-২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। এতে উভয় দলই স্বস্তির শ্বাস ফেলতে পারে। বৃষ্টি হলেও বিরতি দিয়ে রোদ উঠবে। বিকালে আকাশ পরিষ্কার থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে আসবে। ম্যাচ পরিত্যক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে উইন্ডিজ। আর অষ্টম স্থানে বাংলাদেশ। উভয়েরই দখলে ৩ পয়েন্ট। দুদলই এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে। ১ জয়, ২ হার ও ১ পরিত্যক্তের স্বাদ পেয়েছে তারা। তবে নেট রান রেটে টাইগারদের চেয়ে এগিয়ে থাকায় টেবিলের ছয়ে ক্যারিবীয়রা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply