আর্চারিতে রোমান সানা’র ইতিহাস

|

বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ পদক জয় করে ইতিহাস গড়েছেন রোমান সানা। নেদারল্যান্ডসে অনুষ্ঠিত আর্চারির এ মর্যাদাকর আসরে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়েই শেষ চারে জায়গা করে নেন ২৪ বছর বয়সী দেশসেরা আর্চার। কিন্তু ফাইনালে উঠতে না পারলেও তৃতীয় স্থান অর্জনের সুযোগ হাতছাড়া করেননি।

ব্রোঞ্জ জয়ের লড়াইতে পাত্তাই পাননি ইতালির মৌরা নেসপোলি। ৭-১ সেট পয়েন্টে মৌরাকে বিধ্বস্ত করেন রোমান সানা। প্রথম দু্’ সেটে ৪-০তে এগিয়ে যান রোমান। তৃতীয় সেটে ১ পয়েন্ট অর্জন করে মৌরা। চতুর্থ সেটে আবার রোমান সানা ইতালিয়ান আর্চারকে পরাস্ত করলে নিশ্চিত হয় ব্রোঞ্জ পদক।

এর আগে, ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন রোমান সানা। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই কৃতিত্ব গড়েন তিনি।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ নিয়ে সংবাদ সম্মলনের আয়োজন করে আরচ্যারী ফেডারেশন। দীর্ঘ সাধনার পর অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন বাংলাদেশি এই আর্চার। এ তথ্য জানিয়েছেন ফেডারেশনের শীর্ষ কর্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply