পাচারকালে ৪১ টি সোনার বারসহ ৪ চোরাচালানী আটক

|

বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি চেকপোষ্ট এলাকা থেকে আজ রোববার দুপুরে ঢাকা – বেনাপোল গামী যাত্রীবাহী দুটি বাস তল্লাশি করে ৪১ টি সোনার বারসহ ৪ চোরাচালানীকে আটক করেছে বিজিবি ।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, বাংলদেশ থেকে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোল গামী (ঢাকা. মেট্রো-ব-১৪-৮৩০০ ) ও ১৪-৯৬৭৩ নম্বরের দুটি পরিবহনে অভিযান চালিয়ে ৪১ টি সোনার বার ( ৪.৭৮০ কেজি) সহ ৪ চোরাচালানীকে আটক করে।

আটক সোনা পাচারকারী সদস্যরা হচ্ছেন , আনিসুর রহমান (২৪) , রিয়াজ মোল্লা (২৫) সবুজ মৃধা(২১) ও তানভীর জামান (১৮)। এদের উভয়ের বাড়ি ফরিদপুর , মাদারীপুর ও খুলনা জেলার বিভিন্ন অঞ্চলে।

আটক সোনার মূল্য ২ কোটি ১০ লাখ ৩২ হাজার টাকা বলে বিজিবি জানায়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply