কিশোরগঞ্জে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বিচ্ছিন্ন

|

ভৈরব থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি লোকাল ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে লাইনচ্যুত হয়েছে।

রোববার সকাল পৌনে ৯টার দিকে কিশোরগঞ্জ রেলস্টেশনে প্রবেশ মুখে আউটার সিগনালের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় সারা দেশের সঙ্গে ওই লাইনের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে।

ওই দুর্ঘটনাকবলিত লোকাল ট্রেনের যাত্রীসহ ভোগান্তির শিকার হচ্ছেন কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগার সিন্ধু এক্সপ্রেসের যাত্রীরা।

কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ভৈরব থেকে ছেড়ে আসা ২৪১ আপ ট্রেনটি ময়মনসিংহ যাচ্ছিল। পৌনে ৯টার দিকে কিশোরগঞ্জ স্টেশনে ট্রেনটি প্রবেশ করার সময় হঠাৎ বিকট শব্দে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। এরপর থেকে ওই লাইনে চলাচলকারী অন্যসব ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

তিনি জানান, এ ঘটনার পর আখাউড়া থেকে রিলিফ ট্রেন তলব করা হয়েছে। রিলিফ ট্রেন পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষ হলেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই লাইনে রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply