কাশিমপুর কারাগারে মিয়ানমার নাগরিকের মৃত্যু

|

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ইয়াসিন আরাফাদ (২৭) নামে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। ইয়াসিন লালবাগ থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার রায়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। তার কয়েদি নম্বর ৬৩৩৫।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বুকে ব্যথা হলে ইয়াসিন আরাফাদকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইয়াসিন আরাফাদ মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার হাসুধারা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের-২ সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, রাতে ইয়াসিন আরাফাদ হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে নেয়া হয়।

পরে অবস্থা গুরুতর হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২০১৪ সাল থেকে লালবাগ থানায় বিস্ফোরকদ্রব্য মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ইয়াসিন আরাফাদ কাশিমপুর কারাগারে সাজা কাটছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply