বাজেট প্রত্যাখ্যান করেছে গণফোরাম

|

২০১৯-২০ অর্থ বছরের বাজেট গণফোরাম সম্পূর্ণরূপে প্রত্যাখান করেছে বলে জানিয়েছেন দলের সভাপতি ড. কামাল হোসেন। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এসময় ড. কামাল আরো বলেন, এটি জনগণের বাজেট নয়, এটি একটি অদূরদর্শী ও দুর্বলভাবে প্রণীত বাজেট। যেখানে দেশের প্রকৃত সমস্যা মোকাবিলায় কোন চেষ্টা নেই। দেশকে যারা লুটেপুটে খাচ্ছে ও অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করছে বাজেটে তাদের সুবিধা দেয়া হয়েছে।

কামাল বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র ও বেকারত্বের মতো গুরুতর সমস্যা মোকাবেলায় কোন উদ্যোগ নেই। বাজেটে জনগণের স্বার্থহানি ঘটিয়ে গুটিকয়েক ব্যবসায়ী ও রাজনৈতিক স্বার্থন্বেষী ব্যক্তির স্বার্থ হাসিলের ব্যবস্থা করা হয়েছে। যারা এই বাজেট প্রনয়ণ করেছে তাদের ভবিষ্যত নিয়ে কোন চিন্তা নেই। প্রতিনিধিত্বহীণ ও অনির্বাচিত সরকারের বাজেটে নাগরিক ও দেশের প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে প্রনয়ন করা হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply