রাজধানীতে বসবাসকারীদের তথ্য সংগ্রহের অভিযান শুরু

|

সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম এর আওতায় নগরবাসীর তথ্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এ অভিযানের উদ্বোধন করেন তিনি।

আগামী ১৫ থেকে ২১ জুন রাজধানীতে গতবার বাদপড়া মানুষের তথ্য সংগ্রহ অভিযান আবারো শুরু হয়েছে। ৭ দিন ধরে থানা বিট পুলিশ ও ডিএমপি এ তথ্য সংগ্রহ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, নগরবাসীর নিরাপত্তার জন্যই এ তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রতিটি বাড়ির মালিক, ভাড়াটিয়া, কাজের লোক ও ড্রাইভারের তথ্য সংগ্রহ করা হবে।

গতবার অনেকে তথ্য দেয়নি ফলে নিরাপত্তা ঝুঁকি মনে করছে ডিএমপি। এ কাজে নগরবাসীর সহযোগীতা কামনা করেন তিনি।

তিনি বলেন, অতীতে সংগ্রহ করা তথ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এবারও যে তথ্য সংগ্রহ করা হবে সেগুলোর ও যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply