কঙ্গোতে ইবোলা পরিস্থিতির অবনতি

|

কঙ্গোতে ইবোলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এখনই আন্তর্জাতিক ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি আফ্রিকার একাধিক দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে ইবোলা। কঙ্গো প্রজাতন্ত্রে মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর সম্প্রতি উগান্ডাতেও প্রাদুর্ভাব ঘটেছে রোগটির।

উগান্ডায় ইবোলার বিস্তার ঠেকাতে চিকিৎসকদের বিশেষ প্যানেল পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত আগস্ট থেকে কঙ্গোয় রোগটিতে আক্রান্তের সংখ্যা ২ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১ হাজার ৪১১ জনের।

ঝুঁকিপূর্ণ দেশগুলোতে রোগটির বিস্তার ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর্থিক সহায়তায় উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply