‘ভারতের’ বিপক্ষে নামতে প্রস্তুত আমরা: আমির

|

এবারের বিশ্বকাপে নাজুক অবস্থায় পাকিস্তান। চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে দলটি। সেমিফাইনাল খেলতে হলে জিততে হবে হাতে থাকা বাকি পাঁচ ম্যাচের অন্তত চারটি। পরের ম্যাচেই ভারতের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামছে পাকিস্তান। স্বভাবতই তাদের সামনে এটি হয়ে দাঁড়িয়েছে বাঁচামরার ম্যাচ।

পাক পেস আক্রমণের কর্ণধার মোহাম্মদ আমির ইতিমধ্যে আভাস দিয়েছেন, সেই ম্যাচে নামতে প্রস্তুত তারা। তবে এ জন্য চাপ নিতে সতীর্থদের বারণ করেছেন তিনি। নেপথ্যে যুক্তিও দাঁড় করিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং করা এ বাঁহাতি পেসার। এদিন ৫ উইকেট শিকার করে স্বরূপে ফেরা এ বোলার মনে করেন, বিশ্বকাপের সামনের ম্যাচগুলোতে চাপে থাকবে সব দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে আসন্ন ম্যাচগুলোতে প্রতিপক্ষ নিয়ে ভাবতে বাধ্য অংশগ্রহণকারী দলগুলো।

সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রানে হেরেছে পাকিস্তান। ফলে আমিরের অনবদ্য বোলিংও কাজে আসেনি। ম্যাচশেষে তিনি বলেন, আমরা যদি জিততাম তা হলে অবশ্যই বেশি সন্তুষ্ট হতাম। আমাদের এখন প্রায় সব ম্যাচ জিততে হবে। একটি ম্যাচও হারা যাবে না। আমাদের প্রতিটি ম্যাচেই ইতিবাচক মানসিকতা নিয়ে নামতে হবে। কারণ শুধু পাকিস্তান নয়, সব দলই চাপে থাকবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ইতিবাচক ক্রিকেট খেলেছি, যদি আমরা এভাবে খেলতে পারি তা হলে জিততে পারব।

বিশ্বকাপটা শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের কাছে বিশাল ব্যবধানে হেরে যায় তারা। পরের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে চমকে দেন সরফরাজরা। শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে যায়। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ লড়াই করেছে তারা। ফলে আত্মবিশ্বাসে কমতি নেই পাকিস্তানের।

আগামী ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply