অবশেষে রিয়ালে যোগ দিলেন ইডেন হ্যাজার্ড

|

স্ট্রাইকার লুকা জোভিক আর ফুলব্যাক ফেরল্যান্ড মেন্ডিকে পরিচয় করিয়ে দেবার পর এবার দলের সবচেয়ে বড় তারকাকে মাদ্রিদ সমর্থকদের সামনে নিয়ে আসে রিয়াল মাদ্রিদ। স্যান্টিয়াগো বার্নাব্যুতে ইডেন হ্যাজার্ডকে স্বাগত জানাতে মাঠে উপস্থিত ছিলেন রেকর্ডসংখ্যক সমর্থকও।

গত মৌসুমে রোনালদোর চলে যাওয়া আর নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে মৌসুম কাটানোর পর এবার শুরু থেকেই জিদানের অধীনে ঘুরে দাড়াতে মড়িয়া রিয়াল মাদ্রিদ। নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙ্গে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফারে হ্যাজার্ডকে দলে ভেড়ায় গ্যালাকটিকোরা।

এর আগে ২০১৩ সালে গ্যারেথ বেলকে ১০০ মিলিয়ন ইউরোতে দলে নিয়েছিলো তারা।

এবারও ৫ বছরের জন্য চেলসি থেকে উড়িয়ে আনা এই বেলজিয়ান স্ট্রাইকারের পেছনে প্রাথমিক খরচ ধরা হচ্ছে ১০০ মিলিয়ন ইউরো। কিন্তু মৌসুম শেষে সব বোনাস মিলিয়ে তা ১৪৬ মিলিয়ন ইউরো ছাড়িয়ে যাবে বলে জানায় ক্লাব কতৃপক্ষ।

এর আগে হ্যাজার্ড চেলসির হয়ে ৭ বছরের ক্যারিয়ারে দুইটি করে প্রিমিয়ার লিগ আর ইউরোপা লিগ আর ১টি করে এফ এ কাপ আর লিগ কাপ জিতেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply