নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলার রায় ২০২০ সালে

|

২০২০ সালের ৪ মে আসবে নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারীর বিরুদ্ধে রায়। শুক্রবার (১৪ জুন) ক্রাইস্টচার্চের উচ্চ আদালতে এ সিদ্ধান্ত জানান বিচারপতি।

শুনানিতে বিচারপতি ক্যামেরন ম্যান্ডার বলেন, ট্যারান্টের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত নাও হতে পারে। চূড়ান্ত রায় না আসা পর্যন্ত হামলাকারী থাকবেন পুলিশী হেফাজতে।

তবে আগামী ১৬ আগস্ট মামলাটির রিভিউ পিটিশন শুনবেন বিচারপতি।

অস্ট্রেলীয় বংশোদ্ভুত এই শ্বেতাঙ্গ চরমপন্থির বিরুদ্ধে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যাচেষ্টা এবং একটি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ দায়ের করা হয়।

বিচারপতির নির্দেশে কান্নায় ভেঙ্গে পড়েন আদালতে উপস্থিত ভুক্তভোগী পরিবারের অনেক সদস্য। তারা সুষ্ঠু বিচারের দাবি জানান।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে জুমার নামাজ চলাকালে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে পাঁচ বাংলাদেশি সহ ৫১ মুসল্লিকে হত্যা করে ট্যারান্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply