আবারও বাড়লো বিদ্যুতের দাম; ডিসেম্বর থেকেই কার্যকর

|

আবারো বাড়লো বিদ্যুতের দাম। এবার বেড়েছে প্রতি ইউনিটে ৩৫ পয়সা বা ৫.৩ শতাংশ। এই নতুন দাম ডিসেম্বর থেকে কার্যকর হবে।

রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম। বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে এ বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত গণশুনানি গ্রহণ করে কমিশন। এতে অনেকেই গ্রাহক স্বার্থ বিবেচনায় বিদ্যুতের দাম বাড়ানো নয় বরং কমানোর প্রস্তাব করেছিলেন। কিন্তু সেসব প্রস্তাব আমলে না নিয়ে দাম বাড়ালো কমিশন। তবে কমিশন জানিয়েছে বিদ্যুতের ন্যূনতম চার্জ প্রত্যাহার করা হয়েছে ফলে ৩০ লাখ লাইফ লাইন গ্রাহকের বিদ্যুৎ বিল হ্রাস পাবে। এছাড়া বাংলাদেশ পল্লি বিদ্যুৎ এর প্রায় ৬০ লাখ লাইফ লাইন গ্রাহক যারা ৫০ ইউনিটের নিচে ব্যবহার করে তাদের বিদ্যুতের দাম অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে কমিশন।

সবশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর বিদ্যুতের দাম গড়ে ২.৯৩% বাড়িয়েছিল সরকার। তাতে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের প্রতি মাসে খরচ বাড়ে ২০ টাকা; ৬০০ ইউনিটের বেশি ব্যবহারে খরচ বাড়ে ৩০ টাকা। পরে চলতি বছর গ্যাসের দাম বাড়লে, বিদ্যুতেরও দাম বাড়ানোর আভাস দেয় সরকার।

null


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply