মাশরাফির দুশ্চিন্তায় টনটনের ছোট মাঠ

|

ব্রিস্টলে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচটি। পরিত্যক্ত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে দুই দলকে। এতে বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশেরই। টাইগাররা বিশ্বকাপে পরের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ম্যাচটি হবে আগামী ১৭ জুন (সোমবার) টনটন কাউন্টি গ্রাউন্ডে।

এই ম্যাচটি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় অধিনায়ক মাশরাফি। ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচটি হবে টনটন কাউন্টি গ্রাউন্ডে। টনটন অপেক্ষাকৃত ছোট মাঠ। এই মাঠে সহজেই চার ছক্কা পেয়ে যায় ব্যাটসম্যানরা। ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছে বেশ কয়েকজন মারকুটে ব্যাটসম্যান। তারা স্ট্রোক খেলতে পছন্দ করেন।

হার্ডহিটার ব্যাটসম্যানে ঠাসা উইন্ডিজ দলটিকে সমীহ করছেন না মাশরাফি। তবে তাদের বিপক্ষে জয় পাওয়াটা একটু কঠিন হবে বলে মনে করেন তিনি। এই ম্যাচে বাড়তি সুবিধা পাবে হার্ডহিটাররা।

মঙ্গলবার (১১ জুন) ব্রিস্টলে ম্যাচ বাতিল হওয়ার পর সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘টনটন খুব ছোট মাঠ। আর সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সহজ হবে না। কিন্তু কঠিন লড়াই করার বিকল্প নেই আমাদের হাতে।’

এদিকে চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা সাকিব আল হাসান ভুগছেন ঊরুর ইনজুরিতে। উইন্ডিজ ম্যাচের আগে সাকিবের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। সাকিব দলে থাকলে বাড়তি সুবিধা পায় বাংলাদেশ। সাকিব স্ট্রোক খেলতে পছন্দ করেন। এই ভেন্যুতে বাড়তি সুবিধা পেতেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মাশরাফি মনে করছেন সাকিবের খেলা নিয়ে যে শঙ্কা সেটি উইন্ডিজ ম্যাচের আগে দূর হয়ে যাবে।

এদিকে বৃষ্টির কারণে পয়েন্ট হারানোতে খুব একটা স্বস্তিতে নেই টাইগাররা। সেমিফাইনালে যেতে হলে পরবর্তী ম্যাচগুলোতে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের সামনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply