সেনাবাহিনীর সাথে আলোচনায় বসছে সুদানের বিরোধী দলীয় জোট

|

অবশেষে সংকট সমাধানে সেনাবাহিনীর সাথে আলোচনায় বসতে সম্মত হয়েছে সুদানের বিরোধী দলীয় জোট। ইথিওপিয়ার সরকারের বরাত দিয়ে এ খবর জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। সুদান সংকট সমাধানে সেনাবাহিনী এবং বিরোধী জোটের সাথে সমঝোতা করছে ইথিওপিয়ার সরকার।

বিবৃতিতে বলা হয়, আলোচনার অংশ হিসেবে সব ধরণের বিক্ষোভ সমাবেশ স্থগিতের ঘোষণা দিয়েছে বিরোধী জোট। অবরোধ, অবস্থান কর্মসূচি এবং পেশাজীবি সংগঠনের অসহযোগ আন্দোলনের মতো কর্মসূচি থেকে সরে আসবে তারা।

অন্যদিকে, বিরোধী নেতাদের বিরুদ্ধে চলমান ধড়পাকর এবং গ্রেফতার বন্ধ রাখবে সেনা বাহিনী। এছাড়াও এখন পর্যন্ত যাদের আটক করা হয়েছে তাদের মুক্তি দেয়ার কথাও জানিয়েছে সামরিক প্রশাসন।

তীব্র গণআন্দোলনের মুখে গত এপ্রিলে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের পদত্যাগের পর ক্ষমতা নেয় সেনাবাহিনী। এরপর থেকেই, বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে শুরু হয় বিক্ষোভ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply