পাকিস্তানকে ওয়ার্নারের ‘ওয়ার্নিং’

|

এক বছরের নির্বাসন কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার তুরুপের তাস হবেন তিনি। আন্তর্জাতিক বড় টুর্নামেন্টে সেই আভাসও ইতিমধ্যে মিলেছে।

বিশ্বকাপের দ্বাদশ আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২ ফিফটি হাঁকিয়েছেন ওয়ার্নার। বলা হচ্ছে, দিন যত গড়াবে ততই আগ্রাসী হয়ে উঠবেন তিনি। পাকিস্তানের বিপক্ষে আক্রমণাত্মক দেখা যেতে পারে তাকে।

গেল বছর কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেংকারির দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ মাস নিষিদ্ধ হন ওয়ার্নার। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেই ফর্মে আছেন তিনি। বিশ্বকাপের আগে মাতিয়ে এসেছেন আইপিএল।

ক্রিকেটের সর্বোচ্চ আসরে সেটা অব্যাহত রেখেছেন ডেভিড। সামনে আরো ভালো খেলবেন বলে বিশ্বাস অস্ট্রেলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চের। নিজেদের চতুর্থ ম্যাচে বুধবার টন্টনে আনপ্রেডিক্টেবল পাকিস্তানের মুখোমুখি হবে অজিরা।

এর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অস্ট্রেলীয় অধিনায়ক বলেন, ওয়ার্নার বিশ্বকাপে দারুণ খেলছে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ ইনিংস খেলেছে। সবশেষ ভারতের সঙ্গেও ভালো খেলেছে। মনে রাখতে হবে, ১৪ মাস পর সে খেলায় ফিরেছে। অধিকন্তু ইনিংসের গোড়াপত্তন করতে নামছে। পুরনো রূপে ফিরতে একটু সময় লাগবেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply