রাজবাড়ীতে মোটর সাইকেল খাদে পরে যুবকের মৃত্যু

|

রাজবাড়ী জেলা-যুগান্তর

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে ইমরুল মোল্লা(২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় অন্য দুই আরোহী গুরতরভাবে আহত হয়েছে।তারা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার ৯ জুন বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট খানকা শরীফ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরুল মোল্লা খানখানাপুর ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের যানবাহনের টায়ার মেরামত মিস্ত্রী শুকুর মোল্লার ছেলে। আহতরা হলো, মোটরসাইকেল চালক (থ্রি-হুইলার মিস্ত্রি)শুভ পাটোয়ারী (২০) ও আরোহী জাফর গাজী (২২)।

জানা গেছে, রবিবার দুপুরে তিন বন্ধু মিলে মোটরসাইকেল যোগে ঘুরতে যাওয়ার পর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলগেট খানকা শরীফ মসজিদ এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে তিনজনকে গুরুত্বর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ইমরুলের শারীরীক অবস্থার অবনতি দেখা গেলে ঢাকায় পাঠানো জন্য প্রস্ততি নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ফরিদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে সন্ধ্যায় ইমরুল মোল্লা মারা যায়।

এ ব্যাপারে আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গিয়ে আহত অবস্থায় চালক সহ দুই আরোহীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী ইমরুল মোল্লা মারা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply