বিশ্বের সবাই রোহিঙ্গা ইস্যুর সমাধান চায় না: প্রধানমন্ত্রী

|

রোহিঙ্গা সংকট নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে, জুলাইয়ে চীন সফরে গিয়ে দেশটির রাষ্ট্রপতি শি জিনপিং-এর সাথে এই সংকট নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকালে গণভবনে জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এসময়, বিশ্বের সবাই রোহিঙ্গা ইস্যুর সমাধান চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওআইসি সম্মেলনে সদস্য দেশগুলো সংকট নিরসনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সংবাদ সম্মেলনে সাধারণ মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্রের বিরুদ্ধে সবার একসাথে লড়াই করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ মোকাবেলা করা হবে। এসময়, বিমানের পাইলটের পাসপোর্ট ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, ইমিগ্রেশন ব্যবস্থা কড়াকড়ি করা হচ্ছে। কারো জন্যই বিমানবন্দরের নিরাপত্তা শিথিল করা হবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply