মাগুরায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

|

মাগুরা প্রতিনিধি

আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে মাগুরার মহম্মদপুর উপজেলার খর্দ্দফুলবাড়ি গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত, ২০টি দোকান ও ঘর ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, রবিবার সকালে খর্দ্দফুলবাড়ি গ্রামে আওয়ামী লীগ নেতা শিমুল ও একিনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই জের ধরে গতকাল শনিবার সন্ধ্যায় চায়ের দোকানে শিমুল সমর্থক শওকত ও একিন সমর্থক ফুলমিয়ার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে আজ রোববার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষে গুরুতর আহত কামাল (২৫) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, নাসিরুল, রমজান, একিন কে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ও তাহাজ্জৎ, লায়েব, সাহেব আলী, মুনছুর, মনিরুল, নান্নু শেখ, এনামুল, রাজিবুল শেখ, তবিবার শেখ কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply