ভারতের গোয়ায় যুদ্ধবিমানের জ্বালানি ট্যাংক খসে পড়ে বিমানবন্দরে আগুন

|

যুদ্ধবিমানের জ্বালানি ট্যাংক খুলে পড়ে ভারতের গোয়া বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েক ঘণ্টার জন্য গোয়া বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, শনিবার দুপুর ২টার দিকে গোয়া বিমানবন্দর থেকে একটি ‘মিগ-২৯ কে’ যুদ্ধবিমান উড়ে যাওয়ার কথা ছিল।

কিন্তু উড্ডয়নের সময়ই বিমানটির জ্বালানি ট্যাংক খুলে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের রানওয়ের একটি অংশে আগুন লেগে যায়।

শনিবার দুপুরের পর থেকে গোয়া বিমানবন্দরে থেকে কোনও বিমান ওঠানামা করছে না। শিগগিরই বিমানবন্দরটিতে বিমান চলাচল শুরু হবে বলে দেশটির বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।

আর আগে নয়াদিল্লির পাশবর্তী ফরিদাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে এ ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply