পূর্ব চীন সাগরে রাশিয়ান ও মার্কিন রণতরীর সংঘর্ষের উত্তেজনা

|

এবার পশ্চিম প্রশান্ত মহাসাগরের পূর্ব চীন সাগরে রাশিয়ান নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ ও মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ মধ্যে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়। টহলের সময় তারা পরস্পর খুব কাছাকাছি চলে আসলে এ পরিস্থিতির তৈরি হয় বলে জানা যায়।

তবে এ ঘটনায় উভয় নৌবাহিনী পরস্পরকে দোষারোপ করছে।

রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, রাশিয়ান সময় সন্ধ্যা সাড়ে ৬টার সময় পূর্ব চীন সাগরে মার্কিন ক্রুজার ইউএসএস চান্সলেজভেল রাশিয়ান ডেস্ট্রয়ার এডমিরাল ভিনগ্রাদভের প্রায় ৫০ মিটার দুরত্বে চলে আসে। কাছাকাছি চলে আসে। এ দুরত্বের পরিমাণ ছিল মাত্র ৫০ মিটার। ফলে এটিকে খুব দ্রুতই গতিপথ পাল্টাতে হয়েছে মার্কিন জাহাজের সাথে সংঘর্ষ এড়ানোর জন্য। এসময় দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য মার্কিন জাহাজে বার্তা পাঠানো হয়েছে বলেও দাবি করেন রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দলটি।

অপরদিকে মার্কিন নৌবাহিনী এই ঘটনার জন্য রাশিয়ান নৌবাহিনীকে দোষারোপ করছে।

মার্কিন সপ্তম নৌবহরের কমান্ডার ক্ল্যাটন ডোস রাশিয়ান নৌবাহিনীকে অপেশাদারিত্বমূলক একটি বাহিনী বলেও কটাক্ষ করেন। তিনি আরো বলেন এ ঘটনা নিয়ে রাশিয়ার বক্তব্য একটি প্রোপাগান্ডা মাত্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply