সৌম্যের পর এবার তামিম সাজঘরে

|

নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের শুভ সূচনা করলেও সৌম্যের পর এবার সাজঘরে গেলেন তামিম। দলীয় ৬০ রানের মাথায় ২৪ রান করে মাঠ ছাড়েন তামিম।

এরআগে ৯ম ওভারের হেনরির ৩য় বলে আউট হয়ে সাজঘরে যায় সৌম্য সরকার। এই ওপেনার ২৫ বলে ২৫ রান করেন। এর মধ্যে ৩ টি ছিলো চারের মার। এখন সাকিব ও মুশফিক ক্রিজে রয়েছে। সাকিব ১৭ বলে ১০ রান করে ব্যাট করছেন।

সৌম্যের বিদায়ের পর ১৫ রানের ব্যবধানে ফেরেন তামিম ইকবাল। লুকি ফার্গুনসনের বলে বাজে শট খেলেন তামিম। ৩৮ বলে ২৪ রান করে ফেরেন দেশ সেরা ওপেনার। তার বিদায়ের মধ্য দিয়ে ৬০ রানে ২ ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। অন্যদিকে নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারায় ৭ উইকেটে।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকু রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথাম, জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিসেল স্যান্টনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুনসন ও ট্রেন্ট বোল্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply