যানজটের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন

|

যানজটের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ যাত্রীরা। এসময় টহলরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দেয় তারা।

ঘারিন্দা ওভারপাস-শিবপুর, ক্ষুদিরামপুর, রসুলপুরসহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে বেলা ১২ টা থেকে ঘন্টাখানেক চলে এ কর্মসূচি। একপর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা টহলরত ম্যাজিস্ট্রেটের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

যাত্রীরা জানায়, ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে আছেন। অথচ, উল্টোপাশ দিয়ে মোটরসাইকেলসহ ছোট গাড়ি চলাচল করছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। দাবি জানান, যানজট নিরসনে আইনশৃঙ্খল রক্ষাবাহিনীকে আরও জোড়ালো পদক্ষেপ নেয়ার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply