ডাচ বাংলার বুথ থেকে টাকা তোলার ঘটনাটি ইউক্রেন থেকে নিয়ন্ত্রণ

|

ডাচ বাংলা ব্যাংকের বুথ হ্যাক করে টাকা তোলার ঘটনাটি ইউক্রেন থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। বিশেষ ডিভাইস দিয়ে যখন টাকা তোলা হচ্ছিল তখন হ্যাকাররা ইউক্রেনের একজনের সাথে কথা বলছিল। দুপুরে ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশ এ তথ্য জানান।

এসময়, অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানান, এটিএম মেশিন হ্যাক করে টাকা তুলতে ইউক্রেন থেকে ৭ জন বাংলাদেশে এসেছিলে। তাদের মধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি একজনকে আটকের চেষ্টা চলছে।

হ্যাকাররা ৮ দিনের পর্যটক ভিসায় বাংলাদেশে এসেছিল জানিয়ে আব্দুল বাতেন জানান, ৮ দিন টাকা চুরির পরিকল্পনা ছিল আটককৃতদের। বাংলাদেশ মিশন সফল হলে ভারতে গিয়ে টাকা হ্যাক করার পরিকল্পনা ছিল। বিষয়টি নিয়ে ব্যাংকের আইটি বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত করা হচ্ছে।

এসময়, এবারের হ্যাকিং প্রক্রিয়া এযাবতকালে দক্ষিণ এশিয়ায় কোথাও দেখা যায়নি বলে উল্লেখ করেন গোয়েন্দা কর্মকর্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply