ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল

|

আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। তাই শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন লাখ লাখ মানুষ। উদ্দেশ্য প্রিয়জনের সান্নিধ্য পাওয়া। ঘরে ফিরতে ট্রেন, বাস, লঞ্চ- সবখানেই উপচে পরা ভিড়। সড়কে পর্যাপ্ত গাড়ি না থাকায় ভোগান্তি চরমে।

শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি ট্রেন। সকাল থেকে উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেন দুই ঘণ্টা কিংবা তারও বেশি দেরিতে ছেড়ে যাচ্ছে। প্রতিটি ট্রেনেই রয়েছে যাত্রীচাপ। তবে ঝুঁকি নিয়েই ছাদে উঠে বসছে ঘরমুখো মানুষ। সেখানেও ঠাঁই নেই ঠাঁই নেই অবস্থা। এদিকে সড়ক পথেও উপচে পরা ভিড়। ট্রাক পিকআপে করেও ঘরে ফিরছেন মানুষ। এই সুযোগে বাসে বাড়তি ভাড়া আদায় এবং অবিক্রিত টিকিট আজ বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। গতরাতে র‍্যাবের অভিযানের পরেও গাবতলি বাস স্ট্যান্ডে বেশি ভাড়া নেয়ার চিত্র বদলায়নি।

এদিকে, যাত্রীচাপ থাকলেও দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো ছাড়ছে না সময়মত। যাত্রীর ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়েছে সদরঘাট। বৈরি আবহাওয়ায় কিছুটা উদ্বেগ রয়েছে যাত্রীদের মাঝে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply