ঈদে ঘরমুখো মানুষের স্রোত

|

শুরু হয়েছে ঈদের ছুটি। তাই আর একটু দেরি করার সময় নেই। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পানে ছুঁটছেন সবাই। লাখো ঘরমুখো মানুষে ঠাঁই নেই বাস-ট্রেন-লঞ্চে। যে যেভাবে পারছেন গন্তব্যে রওনা দিচ্ছেন।

প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সড়ক, নৌ ও রেলপথে রয়েছে ঘরেফেরা মানুষের ভিড়। ট্রেনের শিডিউল বিপর্যয় আজও কাটেনি। ১ থেকে ৫ ঘন্টা পর্যন্ত দেড়িতে ছেড়ে গেছে সব ট্রেন। লঞ্চে অতিরিক্ত যাত্রী নেয়া হচ্ছে। যাত্রী বোঝাই হয়েই ছাড়ছে দক্ষিণাঞ্চলের লঞ্চ।

এদিকে ঈদযাত্রার চতুর্থ দিনে যানবাহনের চাপ দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে। ভোর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে দেখা যায় যানবাহনের যাত্রীদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের সংখ্যাও। তবে ঘাটে ব্যক্তিগত গাড়ির চাপই সবচেয়ে বেশি। বড় ধরণের কোনো ভোগান্তি ছাড়াই ফেরী পারাপার হচ্ছেন যাত্রীরা। বর্তমানে ছোট-বড় ২০টি ফেরি চলছে নৌরুটে। তবে যানবাহনের চাপ নেই শিমুলিয়া-কাঁঠালবড়ি ঘাটে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply