ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে নাদাল ও ফেদেরার

|

গ্র্যান্ডস্ল্যামের মতো মর্যাদাকর আসরে আবারও ফেদেরার বনাম নাদাল লড়াইয়ের পূর্বাভাস পাচ্ছে টেনিসপ্রেমীরা। ফ্রেঞ্চ ওপেন টেনিসে পুরুষ এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন তাঁরা। সব ঠিক থাকলে সেমিফাইনালে দেখা হবে এ দুই মহাতারকার।

রাউন্ড অব সিক্সটিনে প্যারিসের রোঁলা গারো’র ক্লে-কোর্টে আর্জেন্টিনার হুয়ান লোনডেরোকে ৩-০ সেটে হারিয়েছে স্প্যানিশ তারকা নাদাল।

পুরো ম্যাচ জুড়েই আধিপত্য দেখান এই স্প্যানিশ তারকা। ৬-২ গেমে প্রথম সেট জিতে নেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় সেটেও আধিপত্য ধরে রাখেন নাদাল। ৬-৩, ৬-৩ গেমে সেট জিতে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন ৩৩ বছর বয়সী এই টেনিস তারকা।

আরেক ম্যাচে আর্জেন্টিনার লিওনার্দো মায়েরকে সরাসরি সেটে হারিয়েছেন সুইজারল্যান্ডের তারকা ফেদেরার। মায়েরকে কোন রকম সুযোগই দেন নি তিনি। ৬-২, ৬-৩, ৬-৩ গেমে মায়েরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন ৩৭ বছর বয়সী ফেদেরার।

এ জয়ের মাধ্যমে গ্র্যান্ডস্ল্যামের উন্মুক্ত যুগে ৫৪ বার শেষ আটে ওঠার রেকর্ডে আমেরিকান কিংবদন্তী ক্রিস এভার্টের পাশে নাম বসিয়েছেন রজার ফেদেরার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply