টাইগারদের ব্যাটিং লাইনআপের প্রশংসায় মাইকেল ভন

|

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের পর বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। কিংবদন্তী এই ক্রিকেটার টাইগারদের ব্যাটিং লাইনআপের ভূয়সী প্রশংসা করেছেন।

রোববার রাতে একদিনের ক্রিকেট র‍্যাংকিংয়ে শীর্ষ পর্যায়ের দল দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে ছেড়েছে টাইগাররা। ব্যাটিং,বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই প্রোটিয়াদের পেছনে ফেলে ২১ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে টাইগাররা।

দুরন্ত এ জয়ের পর প্রশংসায় ভাসছেন মাশরাফি-সাকিব-মুশফিকরা। সেই তালিকায় এবার যোগ দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ইংল্যান্ড বিশ্বকাপের ডার্ক হর্স দল হতে পারে বাংলাদেশ। তিনি মূলত বাংলাদেশের ব্যাটিংকেই এগিয়ে রেখেছেন।

প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে নিজেদের ব্যাটিং সামর্থ্য দেখিয়েছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে ৩৩০ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়েছে তারা, যা বিশ্বকাপে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ।

‘ব্যাটিং দল হিসেবে বাংলাদেশ দারুণ। সামর্থ্যবান ক্রিকেটারে ঠাসা তাদের ব্যাটিং লাইনআপে। অভিজ্ঞতায়ও কমতি নেই। এবারের বিশ্বকাপের ডার্ক হর্স দল হতে পারে বাংলাদেশ,’ এক টুইট বার্তায় লিখেছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply