ভেস্তে গেল জার্মানিতে জোট সরকার গঠনের প্রক্রিয়া

|

জার্মানিতে উদারপন্থি ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ওপর থেকে সমথর্ন তুলে নেয়ায় ভেস্তে গেল দেশটির জোট সরকার গঠনের প্রক্রিয়া। সোমবার মার্কেলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে জোট ছাড়ার ঘোষণা দেন দলটির প্রধান ক্রিশ্চিয়ান লিন্ডনার। সরকার গঠনের আগ মুহুর্তে আগাম ঘোষণা না দিয়ে এফডিএফের সরে দাঁড়ানোকে দুঃখজনক আখ্যা দিয়েছেন মার্কেল। তিনি বলেন, জোট সরকার গঠনের শেষ ধাপে চলে এসেছিলাম। কিন্তু শেষ মুহুর্তে ফ্রি ডেমোক্র্যোটিক পার্টির এমন পদক্ষেপ দুঃখজনক। সরকার গঠন ব্যর্থ হওয়ায় বিষয়টি প্রেসিডেন্টকে অবহিত করতে হবে। পরবর্তী পদক্ষেপ তিনিই নির্ধারন করবেন। চ্যান্সেলর হিসেবে দেশের স্থিতিশীলতা রক্ষায় যা করা প্রয়োজন তাই করা হবে।

গেল সেপ্টেম্বরে নির্বাচনে সিডিইউ-সিএসইউ জোট জয় লাভ করলেও একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনের পথে পা বাড়ায় মার্কেলের জোট। ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি সরে গেলেও এখন পর্যন্ত জোটে আছে গ্রিন পার্টি।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply