যুক্তরাষ্ট্রে সরকারি ভবনে বন্দুকধারীর হামলা, নিহত ১১

|

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি সরকারি ভবনে বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে অন্তত ১১ জনের। আহত হয়েছে পুলিশ কর্মকর্তাসহ ছয়জন। পুলিশের গুলিতে নিহত হয়েছে সন্দেহভাজন হামলাকারীও।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ভার্জিনিয়া বিচ মিউনিসিপ্যাল সেন্টারে হয় এ হামলা। গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, পুলিশকে লক্ষ্য করেও গুলি চালায় হামলাকারী ব্যক্তি। পুলিশের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই প্রাণ যায় তার। একজন ব্যক্তিই এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, হামলাকারী সেখানকারই এক কর্মচারী। যদিও তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। অস্পষ্ট হত্যাকাণ্ডের কারণও। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ; আশপাশের সব ভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে কর্মকর্তা-কর্মচারীদের। তদন্তে নেমেছে এফবিআই। চলতি বছর যুক্তরাষ্ট্রে ১৫০তম আগ্নেয়াস্ত্র হামলার ঘটনা এটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply