জাতিসংঘের কর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

|

Stakeout after the meeting on the situation in the Middle East HC Refugees

চলতি বছর প্রথম তিন মাসে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীদের বিরুদ্ধে ৩৭টি যৌন হয়রানির অভিযোগ পেয়েছে জাতিসংঘ। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘ জানায়, অভিযুক্তদের মধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মী ও শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা রয়েছেন। অভিযোগ এনেছেন মোট ৪৯ জন। অভিযোগকারীদের মধ্যে নারী, কিশোরী ও কিশোরও রয়েছে।

সব অভিযোগ এখনও খতিয়ে দেখা হয়নি বলে জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। তবে যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের কথাও জানান তিনি।

যৌন হয়রানি প্রতিরোধে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। সিদ্ধান্ত বাস্তবায়নে একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠনের পরিকল্পনা নেয়া হয়েছে।

সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মহাসচিব। এরই মধ্যে ১০১টি দেশের পক্ষ থেকে সাড়া মিলেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply