নুসরাত হত্যা মামলা ট্রাইব্যুনালে স্থানান্তর, পরবর্তী শুনানি ১০ জুন

|

ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত রাফি হত্যা মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। পরবর্তী শুনানি ১০ জুন।

সকালে কড়া নিরাপত্তায় চার্জশিটভুক্ত ১৬ আসামিকে আদালতে নেয়া হয়। দুপুরে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করেন। গতকাল ১৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। প্রধান আসামি সিরাজসহ ১২ জন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বিচারে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করে তদন্ত সংস্থা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply