ইনজুরি নিয়েই মাঠে নামছেন মাশরাফী

|

Bangladesh's paceman Mashrafe Mortaza bowls during the first one-day international (ODI) cricket match between New Zealand and Bangladesh in Napier on February 13, 2019. (Photo by Marty MELVILLE / AFP) (Photo credit should read MARTY MELVILLE/AFP/Getty Images)

ক্যারিয়ারের শুরু থেকেই মাশরাফীর সঙ্গী চোট। দুই পায়ে সাতবার অস্ত্রোপচার করিয়েছেন এ ডানহাতি পেসার। সেই পায়েই আবারও চোট পেয়েছেন বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সময়।

মঙ্গলবার (২৮ মে) কার্ডিফে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচটা বাজে কেটেছে বাংলাদেশের জন্য। ঐ ম্যাচে বোলিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন বাংলাদেশ টিমের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ম্যাচটিতে ব্যক্তিগত ষষ্ঠ ওভারের সময় চোট পান তিনি।

৬ ওভার বোলিংয়ের পর ড্রেসিং রুমে চলে যান মাশরাফী। ভারতের ইনিংসের অধিকাংশ সময় ড্রেসিং রুমেই দেখা গেছে মাশরাফীকে। এসময় তার তার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেন সাকিব আল হাসান।

চোট কাটিয়ে পুরোপুরি ফিট তিনি হয়েছেন কিনা, এ ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে চোট নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply