তীব্র দাবদাহের কবলে ভারত, সতর্কতা জারি

|

তীব্র দাবদাহের কবলে পড়েছে ভারত। দেশের প্রায় অর্ধেক এলাকাতে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।

সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মহারাষ্ট্রের চন্দ্রপুরে। রাজস্থানের চুরু এলাকায় তাপমাত্রার পারদ ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে।

দিল্লি, উত্তর ও মধ্য প্রদেশ, চন্ডিগড়, তেলেঙ্গানা, হরিয়ানা, বিহার, ওড়িষা, ঝাড়খান্ড, এমনকি হিমাচল আর জম্মু-কাশ্মিরেও গেল ক’দিন তাপমাত্রা ৪২ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।

দাবদাহের সময় বাইরে থাকা মানুষদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বরফ পানিসহ হিটস্ট্রোক প্রতিরোধের যাবতীয় ব্যবস্থা দেওয়া হচ্ছে। খুব প্রয়োজন না থাকলে লোকদের ঘরেই অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে নাগরিকদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সূর্যের তাপ এড়িয়ে চলার জন্য বলা হয়েছে।

তীব্র গরমে ২০১৫ সালে ভারতে প্রাণ যায় দু’হাজারের বেশি মানুষের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply