রোহিঙ্গাদের ফেরত পাঠাবে ভারত

|

ভারতে বসবাসরত রোহিঙ্গাদের অবৈধ ঘোষণা করে মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এখবর জানায় বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়,  রোহিঙ্গাদের ফেরত পাঠাতে এরইমধ্যে রাজ্য সরকারগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র।

নির্দেশিকায় রোহিঙ্গাদের ভারতের নিরাপত্তার জন্য বিপদজনক উল্লেখ করে হয়। হিজবুল মুজাহিদিন এবং লস্কর ই তৈয়বার মতো বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সাথে রোহিঙ্গারা অপরাধে জড়িয়ে পড়ার কথাও উঠে আসে নির্দেশিকায়।

ফেরত পাঠানোর প্রক্রিয়ায় জাতিসংঘের তালিকাভুক্ত রোহিঙ্গারাও অন্তর্ভুক্ত থাকবে বলে জানায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। দেশটিতে বর্তমানে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা বসবাস করছেন।

যমুনা অনলাইন- এফআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply