পিছিয়েছে চবি’র ছাত্রলীগ নেতা আলী মর্তুজা হত্যা মামলার রায়

|

১৮ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা আলী মর্তুজা চৌধুরী হত্যা মামলার রায় ঘোষণার কথা থাকলেও, শেষ পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। আগামী ২০ জুন রায় ঘোষণার নতুন দিন ধার্য করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের কৌসুলী জানান, ‘আদেশ প্রস্তুত না হওয়ায়’ রায় ঘোষণা পিছিয়ে দিয়েছেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম।

২০০১ সালের ২৯ ডিসেম্বর ছাত্রলীগ নেতা আলী মর্তুজা চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের বড় ভাই আলী নাসের চৌধুরী হাটহাজারী থানায় আটজনকে আসামি করে মামলা করেন। এর মধ্যে ১ জনকে আজ আদালতে হাজির করা হয়। আসামিদের বিরুদ্ধে ২০০৬ সালে অভিযোগ গঠন করা হয়। মামলার ৩৫ জন সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয় দুই বছর আগে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply