জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

|

৪ দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরআগে, বাংলাদেশ সময় সকাল ৯টা’র কিছু পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।

এসময় মন্ত্রী পরিষদের সদস্য, তিন বাহিনী প্রধান ও উর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা তাকে বিদায় জানান। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিওতে মিডিয়া সংগঠন ‘নিকেই’র আয়োজনে ‘দ্য ফিউচার অব এশিয়া’ শীর্ষক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। সম্মেলনে একই মঞ্চে থাকবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ ছাড়াও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ও ফিলিপাইনের প্রেসিডেন্ট।

জাপান সফরে আড়াই বিলিয়ন ডলারের চুক্তিও সই হবে। সেখান থেকে প্রধানমন্ত্রী ৩১ মে পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিতব্য চতুর্দশ ইসলামিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। ৩ জুন ফিনল্যান্ডের উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন তিনি। তিন দেশ সফর শেষে ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply