লেকহেড স্কুল: জঙ্গি সংশ্লিষ্টতার গোয়েন্দা প্রতিবেদন আদালতে

|

রাজধানীর লেকহেড গ্রামার স্কুলের বিষয়ে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে কিছু শিক্ষকের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে আপিল বিভাগ। আজ রোববার শুনানি শেষে স্কুলটি খুলে দিতে হাইকোর্টের নির্দেশ ১০ দিনের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে আপাতত বন্ধ থাকছে স্কুলটি।

আজ ভারপ্রপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহাব মিয়ার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৩০ নভেম্বর দিন ধার্য্য করেছেন আদালত।

শুনানিতে অংশ নেয়া অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেন, স্কুলটিতে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। কিন্তু স্কুল বন্ধ রেখে শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোন ব্যাঘাত না ঘটে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

একই সাথে তদন্তে  আইনশৃংঙ্খলা বাহিনীকে সহায়তা করতে স্কুল কর্তৃপক্ষকে আদেশ দেন আদালত। এর আগে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বন্ধ হওয়া স্কুল খুলে দেয়া নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply