রোহিঙ্গা পরিস্থিতি দেখতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

|

FILE PHOTO: German Foreign Minister Sigmar Gabriel gestures during a joint news conference with Palestinian Prime Minister Rami Hamdallah in the West Bank city of Ramallah April 25, 2017. REUTERS/Mohamad Torokman/File Photo

চলমান রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক প্রধান ফেদেরিকা মোঘেরিনি ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জিগমার গাব্রিয়েল ঢাকায় এসেছেন। সকাল ৯টার দিকে তারা শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরকালে তারা চলমান রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা ছাড়াও কক্সবাজারের বিভিন্ন উদ্বাস্তু শিবির পরিদর্শন করবেন। কক্সবাজার পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরে প্রধানন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করার কথা রয়েছে তাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply