বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ

|

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের আগে প্রস্তুতি জোরদারের সুযোগ হাতছাড়া করল টাইগাররা। বৃষ্টির কারণে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তানের বিপক্ষে খেলা হয়নি মাশরাফি-তামিমদের। ম্যাচটি পরিত্যক্ত হয়। বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে টসও হয়নি।

ইংল্যান্ডের কার্ডিফে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে মাঠ ঢেকে রাখা হয়। বৃষ্টি কখনো বাড়ে, কখনো কমে, এভাবেই দিন কেটে যায়। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্যহন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট।

এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের মতো দুর্বল দলের বিপক্ষে হেরে যায় ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দল পাকিস্তান। তাদের প্রত্যাশা ছিল আজ রোববার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিতে বিশ্বকাপের আগে ফুরফুরে মেজাজে থাকার।

অন্যদিকে সদ্যশেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের ট্রফি জিতে ফুরফুরে মেজাজেই রয়েছে টাইগাররা। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে মাশরাফিদের জন্য ভালোই হতো। তবে তাদের সামনে আরও একটি সুযোগ আছে।

আগামী মঙ্গলবার ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় ভারত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply