সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে টুইটারে কবিতা লিখলেন মমতা

|

২৩ মে ভোট গণনার পর পশ্চিমবঙ্গে বিজেপি ১৮টি আসন দখল করে নেয়। যেখানে তৃণমূলের দাবি ছিল তাঁরা এবার রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৪২টিই পাবেন। কিন্তু তা হয়নি। তাঁরা ২২টি আসন পেয়েছেন।

এতে স্বভাবতই বোঝা যাচ্ছে তৃণমূল, কংগ্রেস এবং বামেদের ভোটের অনেকটাই কাটতি হয়েছে। এবং সেই ভোট গিয়েছে বিজেপির ঘরে। না হলে ২০১৪তে রাজ্যে ২টি আসন জয় করা বিজেপির পক্ষে কখনই এক লাফে ১৮টি আসন জয় করা সম্ভব ছিল না। যদিও এখনও এই গণনার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলতে শোনা যায়নি। গণনার আগের দিন তাঁকে দেখা গিয়েছিল তিনি হারমণিয়াম বাজিয়ে গান করছেন। কবিতাও লিখেছেন। তিনি এই ভোট নিয়ে একেবারেই চিন্তিত ছিলেন না।

কিন্তু কাল ভোটের ফলাফল সামনে আসার পর তিনি একটু হলেও আশাহত হন। তারপর তিনি নিজের টুইটারে একটি কবিতা লেখেন, যার নাম দেন ‘মানিনা’।

কবিতাটা তিনি ইংরেজি ও হিন্দিতেও লেখেন। ইংরেজিতে নাম দেন ‘I do not agree’ আর হিন্দিতে নাম দেন ‘ম্যায় নেহি মানতি’।

সেখানে তিনি লিখেছেন ‘সাম্প্রদায়িকতার রঙ আমি বিশ্বাস করি না। সব ধর্মেই সব উগ্রতা-নম্রতা আছে। আমি নম্র জাগরণের এক সহিষ্ণু সেবক, বাংলায় যার উত্থান…”।

মমতা তার কবিতায় বিরোধিতা করেন বিজেপির। বিরোধিতা করেন সাম্প্রদায়িকতার রাজনীতির। তিনি এই ভোটের অঙ্ক নিয়েও প্রশ্ন তোলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply