নিজ দল থেকেই মুগাবেকে পদত্যাগের আহ্বান

|

**This image is for use with this specific article only** Zimbabwe's President Robert Mugabe, right, arrives at the Zimbabwe Open University in Harare on Friday.

দিন দিনই জোরালো হচ্ছে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পদত্যাগের দাবি। বিরোধী দলের পর এবার প্রেসিডেন্ট পদ ছাড়তে মুগাবের প্রতি আহ্বান জানালো তার দল জানু-পিএফ। প্রেসিডন্টের পাশাপাশি দল থেকে সরে দাড়াঁতে ফার্স্ট লেডি গ্রেস মুগাবে’কেও তাগিদ দেয় ক্ষমতাসীন দলটির আঞ্চলিক শাখার নেতা-কর্মীরা এ আহ্বান জানিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, ক্ষমতাসীন দলটির আঞ্চলিক আটটি শাখার নেতা-কর্মীরা এ আহ্বান জানিয়েছে। ক্ষমতাসীন দলের পাশাপাশি প্রেসিডেন্ট মুগাবেকে পদত্যাগের আহ্বান জানায় ব্রিটিশ শাসন থেকে মুক্তি আন্দোলনের সাবেক যোদ্ধারাও। এতোদিন যোদ্ধাদের সর্মথনকে মুগাবের বড় শক্তি হিসেবে ধরা হতো। তবে গতকাল সেনাদের সাথে বৈঠকে নিজের পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দেন রবার্ট মুগাবে। জিম্বাবুয়েতে সেনা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর শুক্রবারই প্রথম জনসম্মুখে আসেন ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট। এদিকে আজ সেনা সমর্থনে সমাবেশ হওয়ার কথা রয়েছে রাজধানী হারারে’তে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply