এখনও শেষ হয়নি ভারতের লোকসভা নির্বাচনের ভোটগণনা

|

এখনও পুরোপুরি শেষ হয়নি ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ভোটগণনা। দেশটির নির্বাচন কমিশনের হিসাবে, ৫০৬টি আসনের পূর্ণাঙ্গ ফল ঘোষণা সম্ভব হয়েছে।

এখনও গণনা চলছে বাকি ৩৬টি আসনের। ধারণা করা হচ্ছে, শুক্রবার দুপুর বা বিকাল নাগাদ সেসব শেষ হবে।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে- বিজেপি’র একার ভাগ্যেই জুটেছে ২৮৮ আসন। আরও ১৫টি আসনে এগিয়ে দলটি। সব হিসাব মেলালে, শ্রীমতি ইন্দিরা গান্ধির রেকর্ড ভেঙ্গে দিবেন নরেন্দ্র মোদি।

এদিকে, প্রধান বিরোধী দল কংগ্রেস পরাজয় মেনে নিয়েছে। ঐতিহ্যবাহী দলটির ভাগ্যে জুটেছে মাত্র ৫০টি আসন। আরও দু’টি আসনের ফল আসা এখনও বাকি।

পশ্চিমবঙ্গেও এবার দুরবস্থা ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের। মাত্র ১৯টি আসন জয় করেছে দলটি; এগিয়ে আরও তিনটি আসনে। এদিকে, রাজ্যটিতে তাদের ছুঁইছুঁই করছে ক্ষমতাসীন বিজেপি। উত্তর প্রদেশে মহাগাটবন্ধনের ভাগ্যে জুটেছে মাত্র ১৫ আসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply