জন্মদিনের দাওয়াত না দেয়ায় হামলা ভাঙচুর, আহত ৬

|

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে জন্মদিনে নিমন্ত্রণ না করায় হামলা ও লুটপাট করা হয়েছে একটি পরিবারের ওপর। এ হামলার ঘটনায় একই পরিবারের নারী-পুরুষসহ অন্তত ৬ জন আহত হয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার মধ্য রাতে সদর উপজেলার মরিচ বুনিয়া গ্রামের হিন্দুপাড়ায় এঘটনা ঘটে।

হামলার শিকার আহত পরিমলের অভিযোগ, বুধবার রাতে পরিমলের এক বছরের শিশু সন্তান পলকের প্রথম জন্মদিন পরিবারের সদস্যরা ঘরোয়া ভাবে পালন করছিল। এসময় একই বাড়ীর শুকুরঞ্জন,পলাশ, স্বপন, আকাশ মিণ্ঠু, দুলালসহ ১০ থেকে ১২ জন অর্তকিত ভাবে তাদের ঘরে ঢুকে জন্মদিনে দাওয়াত করা হয়নি কেন বলে কৈফিয়ত চায়। এসময় উভয় পক্ষের মধ্য প্রথমে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিমলের পরিবারের সদস্য খোকন দাস (২১),সবিতা রানী দাস (৪৫),জোৎস্না রানী দাস(৪৮) মুক্তা রানী দাস (৩২)সহ পরিবারের একাধিক সদস্যকে মারধর করা হয়। হামলার পরে ঘরে তারা লুটপাট চালায় তারা।

এ প্রসঙ্গে হামলাকারী দুলাল দাসের সাথে কথা হলে তিনি মারধরের ঘটনা স্বীকার করে বলেন নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply