ভারত আবারও জিতে গেল: মোদির টুইট

|

Bharatiya Janata Party (BJP) leader and Indian Prime Minister Narendra Modi attends a ceremony to thank the Union Council of Ministers for their contribution in India's general election at BJP headquarters in New Delhi on May 21, 2019. (Photo by Prakash SINGH / AFP) (Photo credit should read PRAKASH SINGH/AFP/Getty Images)

সাত ধাপের দীর্ঘ ভোটগ্রহণ শেষে বুথ ফেরত জরিপের ফলাফলই সত্যি হতে যাচ্ছে ভারতীয় নির্বাচনে। আরও শক্তিশালী হয়ে ক্ষমতায় থাকছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিভিন্ন বিষয়ে টুইটের জন্য বেশ সুনাম থাকলেও বৃহ্স্পতিবার লোকসভা নির্বাচনের ভোট গণনার শুরুর পর থেকে মোদির কোনো পোস্ট ছিল না।

তবে সরকার গঠন করতে যতটা আসন লাগে, তার চেয়ে বেশি নিশ্চিত হওয়ার পর তিনি বলেন, ভারত ফের জিতে গেল।

টুইটে তিনি বলেন, আমরা একসঙ্গে বড় হই। সমৃদ্ধও হই একসঙ্গে। কাজেই একইসঙ্গে শক্তিশালী ও সম্মিলিতভাবে ভারত গড়ে তুলব। ভারত আবারও জিতে গেল।

নিজেকে চাওয়ালা পরিচয় দিয়ে বছর পাঁচেক আগে ভোটের লড়াইয়ে জিতে ভারতের মসনদে বসেছিলেন মোদি।

আর এবার ভোটের আগে শাসক পরিচয়ের বদলে নিজেকে চৌকিদার হিসেবে তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার ভোট গণনায় দেখা যায়, কংগ্রেস পরিবারের প্রতিনিধি রাহুল গান্ধীর পরিবর্তে চৌকিদার মোদীতেই ভরসা খুঁজেছেন ভারতের প্রায় ৯০ কোটি ভোটার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply